মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি || জনগণের কথা বলা’ সত্যের সাথে পথ চলা,এই স্লোগানকে সামনে রেখে বর্ণিল আয়োজনে উৎসবমূখর পরিবেশে পাইকগাছায় পালিত হয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রবাসী দিগন্তের ৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বৃহস্পতিবার ৫/১০/২৩ সকাল ১১টায় র্যালী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিনিয়র সাংবাদিক জি এম মিজানুর রহমানের সভাপতিত্ব ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
প্রবাসী দিগন্তের সাফল্য কামনা করে তিনি বলেন,দেশ ও দেশের বাইরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে পথ চলা প্রবাসী দিগন্ত বস্তুনিষ্ঠতা ধরে রেখে। পাইকগাছা তথা বাংলাদেশের বিভিন্ন খবরাখবর পড়তে আমি চোখ রাখি। দেশ ও জাতির কল্যাণে প্রবাসী দিগন্তের ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী দিগন্তের নির্বাহী সম্পাদক ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী তিনি বলেন,প্রবাসীর দিগন্ত সবসময় নতুনত্ব নিয়ে কাজ করে ও বস্তুনিষ্ঠতা ধরে রেখে কাজ করে। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ,নির্বাহী সদস্য জহুরুল হক, সদস্য হাফিজুর রহমান রিন্টু,কাজী সোহাগ,মাহজারুল ইসলাম মিথুন,শাফিয়ার রহমান প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।