অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || “শিক্ষকের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এ শ্লোগানকে সামনে রেখে বাগেররহাটের মোংলার টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষক দিবস-২০২৩ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫’ই অক্টোবর)সকালে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে একটি র্যালী স্কুলের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু ঢালী’র সভাপতিত্বে ও টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নিয়তী ঘরামী’র সঞ্চালনায় টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন,দক্ষিণ বাংলা কলেজের প্রফেসর দেবব্রত বিশ্বাস।বক্তব্য রাখেন,টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ মন্ডল,
টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সমরেন্দ্র নাথ মজুমদার।
এ আলোচনা সভা ও র্যালিতে উপস্থিত ছিলেন, রনি মজুমদার,আশীষ কুমার বিশ্বাস,আশীষ রায়,মোখলেসুর রহমান,নরেশ বসাক,মাফিয়া খাতুন,বাবু কমলেশ মজুমদার ও স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।