অতনু চৌধুরী রাজু,বাগেরহাট জেলা প্রতিনিধি || মোংলার সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।আজ শনিবার সকাল ১০টায় বাগেরহাট জেলার শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী মোংলার সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ে এ দিবসটি পালন করা হয়।
শেহলাবুনিয়ার মিশন হল রুমে অনুষ্ঠিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেহলাবুনিয়া ক্যাথলিক চার্চের সহকারী পালক পুরোহিত রিপন সরকার। শুরুতেই মোমবাতি প্রজ্জ্বলন ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দলগত সংগীত। পরে শিক্ষার্থীরা অংশ নেন নৃত্য, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানে। পরে বিজয়ীদের মাঝে উপহার বিতরণ করেন অতিথিরা। এর আগে শিক্ষক-শিক্ষিকাদেরকেও শুভেচ্ছা উপহার দেয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। তবে ব্যতিক্রম ছিলো এক শিক্ষার্থীর পক্ষ থেকে শিক্ষক-শিক্ষিকাদেরকে ‘টিচার্স ডে’ উপলক্ষে উপহার দেয়ার বিষয়টি। বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সোয়াইব হোসাইন সায়মন প্রধান শিক্ষকসহ তার ক্লাস টিচাদেরকে এ বিশেষ উপহার দেন। যা বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকদের নজর কাড়ে। বিগত ৭বছর ধরেই এ দিবসটি পালন করে আসছেন সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়। তবে এবারই প্রথম সরকারীভাবে ‘টিচার্স ডে’ পালন করে এ বিদ্যালয় কর্তৃপক্ষ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।