মোঃ রিফাত শেখ,খুলনা || আগামী ২০ অক্টোবর থেকে সনাতনী ধর্মাবলন্বীদের একটি অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠি থেকে দশমী দিন পর্যন্ত ৫দিন চলে এই শারদীয় দুর্গোৎসব।আগামী ২৪ অক্টোবর বিজয়ী দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব।
খুলনায় এ বছর ১০৩৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার শেষ মুহুর্তেও প্রস্তুতি চলছে। গত বছরের চেয়ে এ বছর মন্ডপের সংখ্যা বেড়েছে। এর মধ্যে নগরে ১৩৫ ও জেলায় রয়েছে ৯০১টি। প্রতিমা নির্মাণের কাজে শিল্পীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। এ বছর খুলনা মহনগরীতে তিনটা পূজা মন্ডপ বেড়েছে। এর মধ্যে পারিবারিক ১টি ও সার্বজনীন ২টি মন্ডপ বেড়েছে। মন্ডপগুলোর মধ্যে নগরীর সদর এলাকায় ১টি ও খানজাহান আলী থানা এলাকায় ২টি।
মহানগরীর পূজা মন্ডপগুলোর মধ্যে রয়েছে খুলনা সদর থানা এলাকায় ২৭টি,সোনাডাঙ্গা ১৩টি, খালিশপুর ১০টি, দৌলতপুর ২১টি,খানজাহান আলী থানা এলাকায় ৯টি, হরিণটানা ৫টি,লবণচরা ১০টি এবং আড়ংঘাটা থানা এলাকায় রয়েছে ৪০টি পূজা মন্ডপ।
জেলার কয়রা উপজেলায় ৫৭টি,পাইকগাছা পৌরসভায় ৬টি, পাাইকগাছা উপজেলায় ১৪৯টি,ডুমুরিয়া উপজেলায় ২১৪টি, ফুলতলায় ৩৪টি, দাকোপে ৭৪টি, চালনা পৌরসভায় ১০টি, বটিয়াঘাটায় ১১৪টি, রূপসায় ৭৬টি, তেরখাদায় ১০৪টি এবং দিঘলিয়ায় ৬৩টি মন্ডপে পালিত হবে সনাতনী ধর্মাবলন্বীদেও বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
প্রতিমা নির্মাণের পাশাপাশি চলছে মন্ডপ নির্মাণের কাজ। এ বছর জাঁক-জমকপূর্ণ ভাবে পূজা পালিত পূজা উৎজাপনে নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপে থাকবে সিসি ক্যামেরার পাশাপাশী নিজস্ব স্বেচ্ছাসেবী ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যাবস্থা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার বলেন, নিরাপত্তা নিশ্চিতে রাতে যেন লোডশেডিং না হয়। দিনে লোডশিডিং হলেও কোন সমস্যা হয়না। ইতোমধ্যে পুলিশ প্রশাসনের বিভিন্ন দপ্তরে মন্ডপের তালিকা প্রেরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।