অতনু চৌধুরী (রাজু),বাগেরহাট জেলা প্রতিনিধি || বাদাবন সংঘ এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় মোংলা উপজেলায় মিঠাখালী ইউনিয়নে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয়,”জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তায় গ্রামীণ নারী” প্রতিপাদ্য নিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৩ আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে গ্রামীণ নারীদের নিয়ে র্যালি,কৃষক নারীদের অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় আলোচনায় কৃষাণি’রা বলেন,আমরা পুরুষদের চেয়ে কোনো অংশে কম কাজ করি না বরং বেশি কাজ করে থাকি,বাড়িতে কাজ করি,বাড়ির বাহিরে দিন-মজুরী হিসাবে কাজ করি, কিন্তু আমরা আমাদের এখনও সেই স্বীকৃতি জায়গাটা তৈরি করতে পারিনি। আমরা যথাযত পরিশ্রম করি কিন্তু সেই অনুযায়ী আমরা শ্রমের মূল্য পাই না।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন,নারীরা এখন সর্বক্ষেত্রে অবদান রাখছে। কৃষিক্ষেত্রে ও নারীদের অবদান বেশি। নারী কৃষকদের জন্য কার্ড এর ব্যবস্থা করা হবে। আমরা নারী কৃষকদের প্রশিক্ষণ ও প্রদর্শণী পাট দিয়ে থাকি। কৃষক নারীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং তাদের কাজের স্বীকৃতি পাওয়ার দাবি জানায়। এছাড়া উক্ত প্রোগ্রামে বক্তব্য রাখেন-প্রকল্প কর্মকর্তা (ক্রিয়া),ইউপি সদস্য,সচিব,গন্যমান ব্যক্তিবর্গ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।