পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনন্দময় মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে র্যালি হয়েছে।এ উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে কেশবপুর সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির দুর্গাপূজা পরিচালনা পরিষদের উদ্যোগে ওই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় কালী মন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কালী মন্দিরের দুর্গাপূজা পরিচালনা পরিষদের আহ্বায়ক সুকুমার সাহা,সদস্য সচিব মদন সাহা অপু,কোষাধ্যক্ষ কনক,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি তন্ময় মিত্র বাপী, দুর্গাপূজা পরিচালনা পরিষদের সদস্য দুলাল চন্দ্র সাহা, শংকর পাল,শিবু প্রসাদ চক্রবর্ত্তী,উৎপল দে,সত্যজিৎ সাহা বুলু,কনক দে,মোহনলাল হালদার,প্রবীর দত্ত,টিটু সাহা, আশুতোষ মজুমদার,অলোক বসু,পল্টু বসু,সঞ্জয় দে প্রমুখ। পরে সন্ধ্যায় মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।