পরেশ দেবনাথ,ভ্রাম্যমান প্রতিনিধি || কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে ৪ টি ও বিদ্যানন্দকাটি ইউনিয়নের ৬টি মন্দিরে সৃষ্টু-শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট বাজার সার্বজনীন দূর্গা মন্দির,মঙ্গলকোট চৌধুরী বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, কন্দর্পপুর সার্বজনীন দূর্গা মন্দির,পাথরা সার্বজনীন দূর্গা মন্দিরে এবং বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিদ্যানন্দকাটি সার্বজনীন দূর্গা মন্দির,হাড়িয়াঘোপ সার্বজনীন দূর্গা মন্দির, পরচক্রা সার্বজনীন দূর্গা মন্দির,বাউশলা দাসপাড়া (উত্তর) সার্বজনীন দূর্গা মন্দির,হাড়িয়াঘোপ কালীতলা সার্বজনীন দূর্গা মন্দির, বাউশলা দাসপাড়া (দক্ষিণ) সার্বজনীন দূর্গা মন্দিরে শান্তি শৃঙ্খলা বজায় রেখে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা ছিল তৎপর। প্রশাসনের কর্মকর্তাগণ,আইনশৃঙ্খলা বাহিনী,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,আওয়ামিীলীগসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন।
বিদ্যানন্দকাটি ইউনিয়নের বিদ্যানন্দকাটি সার্বজনীন দূর্গা মন্দিরে সপ্তমী পূজার দিনে সপ্তমী পূজা শেষে সাপ্তাহিক হরি বাসরের পর শুরু হয় ভাগবত পাঠ। মন্দিরে ভাগবত পাঠ করেন, অভয়নগর উপজেলার পায়রাহাট ইউনাইটেড কলেজর প্রভাষক সুন্দরানন্দ দাস সুজিত। রাতে মঙ্গলকোট ইউনিয়ন বিট পুলিশিং এর এস আই আবুল হোসেন তার সঙ্গীয় টিম নিয়ে ইউনিয়নে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য মঙ্গলকোট বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে টহল দিতে দেখা যায়। তিনি প্রত্যেক মন্দিরে যাচ্ছেন এবং খোঁজ খবর নিচ্ছেন বলে জানান।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হলো হিন্দু সম্প্রদায়ের সারদীয় দুর্গাোৎসব। এ দিন ছিল মন্দিরে উপছেপড়া ভীড়। সকাল ৯টার পর মঙ্গলযাত্রা,মায়ের কাছে প্রানখুলে প্রার্থনা করা,আলিঙ্গন,প্রসাদ বিতরণ।
বিজয়া দশমীর দিন সকালে বিদ্যানন্দকাটি সার্বজনীন দূর্গা মন্দিরে বক্তব্য রাখেন,বিদ্যানন্দকাটি ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি নন্দদুলাল ঘোষ,বিশিষ্ট দাতা ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন,হৃদরোগ ও বাতজ্বর বিশেষজ্ঞ অধ্যাপক,মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. গোবিন্দ চন্দ্র রায় প্রমূখ।
মঙ্গলকোট বাজার সার্বজনীন দূর্গা মন্দিরে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,মন্দিরের পূরোহিত মাস্টার স্বপন কুমার চক্রবর্তী। মঙ্গলকোট বাজার সার্বজনীন দূর্গাপূজা মন্দিরের প্রধান পৃষ্ঠপোষক আশুতোষ হালদার,সাংবাদিক পরেশ দেবনাথ,আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ দেবনাথ,পূজা কমিটির সাধারণ সম্পাদক বাসুূদেব দাস,গোপাল চন্দ্র কুণ্ডু,নারায়ন চন্দ্র ঘোষ নারু প্রমূখ।
সন্ধ্যায় মায়ের কপালে মা-বোনেদের সিঁদুর লেপন। এর পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরস্কার বিতরণ।মঙ্গলকোট বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের পুরোহিত মাস্টার স্বপন কুমার চক্রবর্তী জানান,পঞ্জিকা মতে এ বছর দশভুজার আগমন ও গমন দুই-ই ঘোটকে বা ঘোড়ায়। সৃষ্টু ও শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক গৌতম রায় জানান,সরকারী বিধি মেনে মন্গলকোট ও বিদ্যানন্দকাটি ইউনিয়নসহ উপজেলার ৯৮ টি মন্দিরে শান্তিপূর্ন পরিবেশে পূজা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।