খুলনার খবর// জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রযুক্তির দুনিয়ায় রাজত্ব করতে একের পর এক নতুন সব ফিচার যুক্ত করছে। এবার ভিডিও ক্রিয়েটরদের জন্য এনএফটি (NFT) ফিচার নিয়ে আসছে ইউটিউব। সম্প্রতি নন ফাঞ্জিবেল টোকেন শুরু করার ঘোষণা করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।
বিগত কয়েক বছরে NFT বা নন ফাঞ্জিবেল টোকেনের জনপ্রিয়তা ক্রমশ বাড়ার কারণে বিভিন্ন টেক কোম্পানি এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, তারা সব সময় ইউটিউব ইকো-সিস্টেমে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্রিয়েটরদের সাহায্য করতে চায়। এর মধ্যে অন্যতম এনএফটি। যা ব্যবহার করে প্ল্যাটফর্মের ক্রিয়েটর ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো হবে এর মাধ্যমে।
এনএফটি একটি ডিজিটাল অ্যাসেট রাখার প্রযুক্তি। যদিও কীভাবে ইউটিউবে এনএফটি ঠিক কীভাবে কাজ করবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। সূত্র : রয়টার্স
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।