খুলনার খবর || সারাদেশে বিএনপি,জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকা ৭২ ঘণ্টার সবার্ত্মক অবরোধ চলছে। সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সড়ক,রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা তাদের।
২৮ অক্টোবরের সমাবেশে হামলা, একদফা দাবি আদায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দেয় বিএনপি। একই কর্মসূচি ঘোষণা করে জামায়াতও। এছাড়া সরকার পতনের যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা জোট ও অন্য দলগুলোও আলাদাভাবে অবরোধ পালন করছে।
কিন্তু খুলনাতে এর তেমন কোন প্রভাব পড়তে দেখা যায়নি।প্রতিদিনের মত সকাল থেকেই যে যার কাজকর্মে বেড়িয়ে পড়েছে মানুষ। জীবনযাত্রা ছিল স্বাভাবিক। চলছে ছোটবড় গাড়ী,রিক্সা,অটোরিক্সা। সোনাডাঙ্গা থেকে বেশ কিছু দূরপাল্লার বাসও ছেড়ে গেছে ইতিমধ্যে।ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন হয়েছে। গ্রাহকের উপস্থিতিও উল্লেখ করবার মত।অবরোধ জেনেও সময়মত দোকান পাট,ব্যবসা প্রতিস্ঠান খুলেছে। বিক্রয়ও চলছে ভাল।
নাশকতা ঠেকাতে এরইমধ্যে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মাঠে নেমেছে বিজিবিও।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো.শরিফুল ইসলাম বলেন, বিএনপি ও জামায়াতের অবরোধকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।