খুলনার খবর || খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বনিক পাড়া গফফারের টাওয়ারের নিচে পুকুর থেকে রোহান (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।রোহান একই এলাকার হাসান খান সেন্টুর ছেলে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে দশটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারণে শনিবার (২৮ অক্টোবর) বাড়ি থেকে বের হয় সুমন (২১)। দুই দিন অতিবাহিত হলেও সে আর ঘরে ফেরেনি। সোমবার (৩০ অক্টোবর) ছেলেকে পাওয়া যাচ্ছে না মর্মে সুমনের মা দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরি করার একদিন পরেই মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে নিহত সুমনের বাড়ি সংলগ্ন দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়া গফফার মাস্টারের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পার্শ্ববর্তী লোকজন এবং তার স্বজনরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে। পরে তার স্বজনরা লাশ শনাক্ত করে।
খবর পেয়ে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, নিহতের কারণ সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না।তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।