তেরখাদা প্রতিনিধি,খুলনা || বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার তেরখাদা উপজেলায় জাতীয় যুব দিবস~২০২৩ উদযাপন উপলক্ষ্যে ১লা নভেম্বর বুধবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব র্্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনের এমপি আব্দুল সালাম মূর্শেদী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন,উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের ও তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান।সভায় বিভিন্ন দপ্তরের অফিসার,যুব ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেন, দেশ ও জাতি গঠনে যুব ও যুব নারীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে।তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যুব সম্প্রদায়কে উন্নয়নের চালিকা শক্তিতে রূপান্তরিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছেন।
তিনি আরো বলেন,সরকার দেশের যুব ও যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রুপান্তরিত করেছেন।
পরে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।এর আগে এক র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।