পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের বুরুলী স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালে বুরুলী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে তিনতলার হলরুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এম মাহাবুবুর রহমান-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নারায়ণ চন্দ্র আচার্জ্য- এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বুরুলী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি গৌরীঘোনা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান কাজল।
২০২৩ সালের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, বুরুলী স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর কামাল হোসেন। আরও বক্তব্য রাখেন, সাংবাদিক সোহেল পারভেজ, অভিভাবক আব্দুস সবুর, রুহুল আমীন সরদার, মকলেছুর রহমান গাজী, শেখ রায়হান,মনিরুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যবর্গ, সহকারী শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুস্তাফিজুর রহমান কাজল বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।