শাহাবুদ্দিন মোড়ল,ঝিকরগাছা || যশোরের ঝিকরগাছা পৌর সদরের ২নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম রসুল (৮৫) নামের এক বৃদ্ধা ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের মৃত মুছাব্বি মোড়লের ছেলে। বর্তমানে সে কৃষ্ণনগর বোডঘাট এলাকায় বসবাস করতেন।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়,বেনাপোল টু খুলনা বেতনা এক্সপ্রেস ট্রেনটি বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টা ১৫মিনিটের সময় ঝিকরগাছা রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসলে, পথিমধ্যে পৌর সদরের ৩নং ওয়ার্ডের জেলা ডাক বাংলো সংলগ্ন রেল লাইনপাড়ার রেল লাইনের উপর দিয়ে বৃদ্ধা গোলম রসুল হাসপাতাল রোডের দিকে যাওয়ার সময় পিছন থেকে বেতনা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেন। তখন সে ট্রেনের নিচে পড়লে তার বাম পা ও বাম হাত কেটে পড়ে যায় এবং মাথার বাম সাইটে কপালে ক্ষত হয়। ট্রেন চলে চাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় ৫মিনিট পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি চার ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। পারিবারিক ভাবে জানাজার নামাজ শেষে নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের পারিবারিক গোরস্থানে সমাধিত করা হবে।
বাংলাদেশ রেলওয়ে জিআরপি এর বেনাপোল স্টেশনের দায়িত্বরত (আইসি) কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুর রশিদ বলেন,রেল দূর্ঘটানার কথা শুনে আমিসহ আমার ফোর্স ঘটনাস্থালে এসে শুনি লাশ হাসপাতালে রয়েছে। লাশের বাম পাশের পা,হাত কাটা ও কপালে ক্ষত পাওয়া গেছে। লাশের সুরতহাল শেষ আমি উপর মহলে নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকেই নিহতের ছেলে আশার নিকট তার পিতার লাশ হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।