শরণখোলা প্রতিনিধি || সম্প্রতি সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস চত্বরে বাঘের দেখা পেয়েছেন বনকর্মীরা। রাতের আঁধারে টর্চ লাইটের আলোয় বাঘটির আনাগোনা চোখে পড়ে তাদের।
প্রথম দফায় গত মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাঘের দেখা মেলে।অন্ধকারে টর্চের আলোয় বাঘটি দেখতে পেয়ে ছবি তোলেন বনকর্মীরা। তখন কৌশলে তাড়িয়ে দেওয়া বাঘটি রাত ১২টার দিকে ফের রেঞ্জ অফিস চত্বরে আসে।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, “সন্ধ্যার দিকে অফিস চত্বরে কয়েকটি হরিণ ঘাস খাচ্ছিল। এমন সময় বনের ভেতর থেকে একটি বাঘ এসে হরিণের পালে আক্রমণ করে। বনকর্মীরা বিষয়টি দেখতে পান এবং বাঘটির চলাফেরা ভিডিও করেন। তখন শব্দ করে বাঘটিকে তাড়িয়ে দেওয়া। পরবর্তীতে রাত ১২টার দিকে হরিণের অস্বাভাবিক ডাকাডাকি শোনা যায়। এ থেকে ধারণা করা হচ্ছে, বাঘটি গভীর রাতে আবারও এখানে এসেছিল।এদিকে বাঘের আনাগোনা বেড়ে যাওয়ায় বনকর্মীদের সন্ধ্যার পর একা বের হতে নিষেধ করা হয়েছে বন অফিস থেকে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মো. নূরুল করিম বলেন, “শরণখোলা রেঞ্জ অফিসটির পূর্ব পাশে গহীন বন এবং পশ্চিম পাশে ভোলা নদী। তাই পূর্বদিক থেকে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী অফিস চত্বরে সহজেই প্রবেশ করে।পূর্ব পাশের পৌনে এক কিলোমিটার এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো গেলে আর কোনো বাঘ ঢুকতে পারবে না, নিরাপদ থাকবেন বনরক্ষীরা। শিগগিরই সুরক্ষার ব্যবস্থা করা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।