শেখ বাদশা,বাগেরহাট জেলা প্রতিনিধি || “নদী বাচাও মৎসজীবী দের জীবিকা বাচাও পশুর নদী দূষন বন্ধ করুন,সুন্দরবন বাচাও প্রতিপাদ্যে বাগেরহাটে নদী রক্ষায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শনিবার( ১১ নভেম্বর)বিকালে রামপাল উপজেলার কৈগরদাসকাঠি পশুর নদ এর তীরে গ্রীন ইয়ুথ ফোরাম বাগেরহাট, রেইজিং ইউথ ফোরাম রামপাল ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি)-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন-মাজহারুল গাজী, শেখ নেওয়াজ শরীফ, সাজিবুল আলম, এরশাদ আলী গাজী, মুর্শিদা বেগম, তানিয়া বেগম, রাফিজা বেগম,তহমিনা বেগম, আইআরভি‘র ফিল্ড কোঅর্ডিনেটর হাসান মাহমুদ জসীম, প্রমুখ।
বক্তারা বলেন,নদী বাঁচলে বাঁচবে পরিবেশ,নদী না থাকলে দেশ হবে মরুভূমি। তাতে আমাদের জলবায়ুর বিপন্ন হবে। দেশের ধ্বংস হবে পরিবেশ। আমরা উন্নয়নবিরোধী নই, আমরা টেকসই উন্নয়ন চাই। যে উন্নয়ন প্রাণ-প্রকৃতি ও নদী রক্ষা করে। নদীর ওপর নির্ভরশীল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনজীবিকা নির্বাহের মাধ্যম সমুন্নত রাখে, সেই উন্নয়নের পক্ষে আমরা।’
জেলে পিপলস ফোরামের সাধারণ সম্পাদক মাজহারুল গাজী বলেন, বাগেরহাটের বিভিন্ন নদী,খাল ও সরকারি জলাশয় প্রভাবশালীদের দখলে রয়েছে। নদী দখল করে অনেকে পাকা ভবন নির্মাণ করেছে। এসব নদ-নদী উদ্ধার করতে না পারলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে। নদ-নদী ধ্বংস হয়ে গেলে অসংখ্য মানুষ তাদের জীবন-জীবিকা হারাবে।’ এই সংকটাপন্ন মানুষদের বাঁচাতে নদী বাঁচানোর উদ্যোগ নিয়ে আগের অবস্থানে ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।