খুলনার খবর || খুলনার দিঘলিয়া উপজেলায় ১৫ই নভেম্বর ~ ২০২৩ ইং বুধবার দুপুর ১২টার দিকে সুন্দরবন রেজিমেন্টের পক্ষ থেকে আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজের বিএনসিসি প্লাটুনের কার্যক্রম পরিদর্শন করা হয়।কার্যক্রম পরিদর্শন করেন সুন্দরবন রেজিমেন্টের কমান্ডার লেফট্যন্যান্ট কর্নেল মোঃ নাহিদুজ্জামান।এ সময় অন্যান্যের মধ্যে সুন্দরবন রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর পলাশ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
কলেজ গেটে কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন অতিথিদের ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর আন্ডার অফিসার মোঃ ফয়সাল আহমেদ,বিএনসিসি প্লাটুনের সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল মোঃ মাহমুদুল হাসান সহ কলেজের বি এনসিসি ক্যাডেট, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।পরে ক্যাডেট বৃন্দ রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যাট কর্নেল মোহাম্মদ নাহিদুজ্জামানকে গার্ড অব আনার প্রদান করেন। গার্ড অফ আনার শেষে রেজিমেন্ট কমান্ডারের আগমন উপলক্ষে কেক কাটা হয়।রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ: নাহিদুজ্জামান কলেজ ক্যাম্পাসে একটি বকুল গাছের চারা রোপন করেন ।
সবশেষে তিনি বিএনসিসি ক্যাডেটদের সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন এবং দিক নির্দেশনামূলক মূলক বক্তব্য রাখেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।