আলী আজীম, মোংলা (বাগেরহাট) || ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ৩ দিন ধরে ভাসতে থাকা ট্রলারের ৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিমজোন। রবিবার ( ১৯ নভেম্বর) বিকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো: মুনতাসির ইবনে মহসীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। উদ্ধারকৃত জেলেরা বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দা।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৬নভেম্বর) বাগেরহাট জেলার রায়েন্দা এলাকা থেকে ১টি ফিসিং বোট মাছ ধরার উদ্দেশ্য সমুদ্রে যায়। গভীর সমুদ্রে মাছ ধরা অবস্থায় গত তিন দিন যাবৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে।
এমতাবস্থায় আজ রবিবার সকাল ৭টায় কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী নিয়মিত টহল চলাকালে আনুমানিক ১১টায় টহল দল কটকা সংলগ্ন সমুদ্র উপকূল এলাকায় ইঞ্জিন বিকল হয়ে একটি ফিশিং বোট ভাসতে দেখে। টহল দল ভাসতে থাকা বোটের কাছাকাছি পৌছালে জেলেরা সাহায্য চেয়ে চিৎকার করে। পরবর্তীতে কোস্ট গার্ড টহল দল বোটটির কাছে গিয়ে ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে।
পরে উদ্ধারকৃত জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা, খাবার ও বিশুদ্ধ পানি দেয় কোষ্টগার্ড। প্রাথমিক চিকিৎসা দেওয়ায় বর্তমানে উদ্ধারকৃত সকল জেলে সুস্থ্য রয়েছে। পরবর্তীতে, উদ্ধারকারী দল ওই ফিসিং বোটসহ কোস্টগার্ড আউটপোস্ট কচিখালী নিয়ে আসা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।