খুলনার খবর || শীত এলেই দেখা মেলে হরেক রকম সবজির। এসময় বাজারগুলোতে সবজির ভরপুর আমদানি থাকায় দাম থাকে ক্রেতাদের নাগালের মধ্যে। তবে বাজারে নতুন আলু পাওয়া গেলেও এর দাম নিয়ে রয়েছে ক্রেতাদের অভিযোগ। স্বস্তি ফেরেনি নতুন কিংবা পুরোনো আলুর দামে। একই সঙ্গে যোগ হয়েছে বাজারে আসা পেঁয়াজের কালি।
খুলনার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,নতুন আলু বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা আর পেঁয়াজের কালি বিক্রি হচ্ছে ২৮০-৩০০ টাকা কেজি দরে।
খুলনা নিউমার্কেট কাঁচা বাজারে পেঁয়াজের কালি এসেছে ২/৩ দিন হলো।দাম একটু বেশি। তবে পুরনো আলুর দাম এখনো কমেনি। ৫০-৫৫ টাকায় আগের আলু বিক্রি হচ্ছে।
নগরীর গল্লামারী বাজারের সবজি বিক্রেতা আবু বকর বলেন, ফুলকপি ৪০-৫০ টাকা,বিটকপি ৫০ টাকা,বাঁধাকপি ৩০ টাকা, শিম ৪০-৬০ টাকা,করলা ৫০ টাকা,ঢেঁড়স ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সারা বছরই সবজি পাওয়া যায় বাজারে। তবু শীতকালকে বলা হয় সবজির মৌসুম। শীতকালীন সবজির প্রতি মানুষের আগ্রহও থাকে বেশি। প্রকৃতিতে শীতকাল আসি আসি করছে। আর এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। সারা বছর পাওয়া যায় এমন সবজির পাশাপাশি এখন কাঁচা টমেটো,শালগম,পেঁয়াজ পাতা,মুলা,শিমের মতো সবজিও জায়গা করে নিচ্ছে বাজারে।ফুলকপি, বাঁধাকপি, গাজর,লাউ,টমেটো শীতকালীন সবজি হলেও এখন সারা বছরই বাজারে পাওয়া যায়। তবে ক্রেতারা বলেন,সারা বছর পাওয়া গেলেও শীতে এগুলোর স্বাদই থাকে ভিন্ন,যেহেতু এগুলো শীতের সবজি।
মুলা,শিমের মতো শীতকালীন সবজি বাজারে এসেছে আরও বেশ কিছু দিন আগে। এখন আসতে শুরু করেছে শালগম, পেঁয়াজ পাতা, কাঁচা টমেটোর মতো সবজিগুলো। বাজারে এসেছে ঠিকই, কিন্তু এগুলো বিক্রি হচ্ছে চড়া মূল্যে। বিক্রেতারা বলছেন, নতুন এসেছে বলেই এগুলোর দাম বেশি। কয়েক দিন গেলেই দাম কমতে শুরু করবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।