এস,এম তাজুল হাসান সাদ,কালিগঞ্জ প্রতিনিধি ||“আর্ত মানবতার সেবায় আমরা অঙ্গীকার বদ্ধ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আলোর পথিক ফাউন্ডেশনের কতৃক ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের মধ্যে ২৫০ টি কম্বল বিতরণ করা হয়।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় কালিগঞ্জ সেকেন্দারনগর চৌমোহনী বাজারে রংধনু কমিউনিটি সেন্টারে আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এস এ এম আশিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ, সাতক্ষীরা জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড: জিএম আলী হায়দার, সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি অ্যাড: হাবিব ফেরদৌস শিমুল প্রমুখ।
এ সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সম্মানিত নেতৃবৃন্দ ও শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।