অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জল ও পরিবেশ বিষয়ক প্রতি মন্ত্রী হাবিবুন নাহারকে বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী ঘোষণা করায়,নির্বাচনী এলাকার রামপালের ফয়লা বাজারে আনন্দ-মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
গত রবিবার(২৬ নভেম্বর)আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে বিকাল ৪ টায় গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যম কর্মীদের সামনে এ ঘোষণা দেন।খবরটি বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনেই নির্বাচনী এলাকার রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান বাবুর নেতৃত্বে নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়।তাৎক্ষণিক তারা আননন্দ মিছিল নিয়ে বের হয়।
রামপাল উপজেলার ২নং উজলকুড় ইউনিয়নের যুবলীগ আননন্দ মিছিল শেষে,ফয়লা বাজারে বিভিন্ন দোকানপাট সহ পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।এসময় হাবিবুন নাহার হাবিবুন নাহার মুখরিত হয়ে উঠে গোটা এলাকা।আননন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান বাবু,২নং উজলকুড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন শেখ প্রমুখ।
এছাড়াও উপজেলার গৌরম্ভা বাজার,ভাগা বাজার,গিলাতলা বাজার,রামপাল সদরে সবকটি বাজারে একই সময়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহারকে চুড়ান্ত মনোনয়নের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণতি হয়।বাগেরহাট ৩ আসনে হাবিবুন নাহার মনোনয়ন পাচ্ছে না-কি অন্য কেউ,এমন প্রশ্ন নির্বাচনী এলাকার সকল নেতাকর্মীদের মুখে মুখে,বিশেষ করে গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে ও ফেসবুকে হাবিবুন নাহারের প্রার্থীতা নিয়ে বিভিন্ন ধরণের লেখালেখি এবং মন্তব্য করায় সবার মাঝে এ বিষয়ে কৌতুহল সৃষ্টি হয়।অবশেষে বাগেরহাট ৩ আসনে হাবিবুন নাহার তালুকদারকে আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী ঘোষণা করায় সব জল্পনা-কল্পনার অবসান হল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।