অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ ব্যাংক রোড শান্তিনগর আবাসিক এলাকার মৃত সোহেল চৌধুরীর ভাড়া দোকানে বর্তমান মালিক হিয়ান ট্রেডার্স প্রোপাইটার বিজন এর নেতৃত্বে তার কর্মচারী অমিত ও তার সহপাঠীরা মিলে মেয়েদের দিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ।
এ বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, গত দুইদিন আগে শান্তিনগর আবাসিক এলাকার স্থানীয় এক যুবক রাজু আহমেদ’কে জোর করে মৃত সোহেল চৌধুরীর বাড়িতে টেনে হিঁচড়ে নিয়ে নারী কেলেঙ্কারিতে ফেলার চেষ্টা ও ৫০ হাজার টাকার মুক্তিপণ দাবি করেন। টাকা না দিতে চাইলে রাজুকে বেধম মার পিট করে।
এ বিষয়ে ভুক্তভোগী রাজু আহমেদ কাছে জানতে চাইলে তিনি বলেন,আমাকে প্রথমে ঘরে ডুকানোর চেষ্টা করেন,আমি ঘরে ডুকতে না চাইলে বাঁশ দিয়ে আমাকে পিটিয়ে আহত করে হেয়ান ট্রেডার্স এর কর্মচারী অমিত ও তার সহযোগীরা আমি ডাক চিৎকার করি আর আমার ডাক চিৎকার পেয়ে স্থানীয় জনগণ ছুটে আসে এবং উদ্ধার করে। পরবর্তীতে শান্তিনগর আবাসিক এলাকার যুবক ও সকল বাড়িওয়ালারা সকলে মিলে অমিত’কে গণপিটুনি দেয় এবং তার সহপাঠীরা পালিয়ে যায়।
ভুক্তভোগী রাজু আহমেদ আরও বলেন,বিষয়টি সাথে সাথে বুড়ির ডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাসকে জানালে মোংলা থানার পুলিশের সহায়তা নিয়ে অমিতকে পুলিশ হেফাজতে নেয় এবং বিষয়টি নিয়ে বুধবার(২৯ নভেম্বর)বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদে বসাবসি হবে। এলাকা বাসী জানায় হিয়ান ট্রেডার্স এর মালিক বিজন অমিতসহ জড়িতদের একটি সিন্ডিকেট বহু দিন ধরে মেয়েদের সাথে নিয়ে এরকম আরো অপকর্ম করে যুবকদের বিপদে ফেলে টাকা হাতিয়ে নিয়ে দেদারছে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এই অবস্থায় শান্তি নগর আবাসিক এলাকার সকল জনসাধারণের দাবি এই সিন্ডিকেট চক্রোর মূল হোতাদের চিহ্নিত করে আইনের আয়ত্তাধীনে এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও এদের এলাকা থেকে তাড়িয়ে দিয়ে এলাকার শান্তি ফিরিয়ে আনা হোক। তা না হলে এলাকার শান্তি নষ্ট হবে এবং যুবকেরা বিপদে পড়বে তখন আর দেখার কেউ থাকবে না।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।