মোশাররফ হোসেন মনির,শরণখোলা প্রতিনিধি || বাগেরহাট জেলা শরণখোলা উপজেলা ২ নং খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া দ্বিপচর গ্রামের মোঃ আবুল কালাম হাওলাদার স্ত্রী মোসাঃ রুলিয়া বেগম বলেন আমি ছোট একটি চায়ের দোকান আছে দোকানের বেচাকেনা ফাঁকে এই নকশিকাঁথাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ হাতে তুলে দিতে চাই মোসাঃ রুলিয়া বেগম আরো বলেন এই নকশিকাঁথা টি সেলাই করতে সময় লেগেছে ৩ মাস (৯০ দিন)আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ভালোবাসি নৌকা মার্কা কে ভালোবাসি সেই ভালোবাসা দিয়েই সেলাই করেছি নকশিকাঁথা টি ৭ ফুট বাই ৬ ফুট। নকশিকাঁথা চতুর পাশে রয়েছে জাতীয় ফুল শাপলা,নৌকা মার্কা,নকশিকাঁথার মাঝ খানে রয়েছে বড় নৌকা, নৌকার পিছনে রয়েছে লাল সবুজের জাতীয় পতাকা, নৌকার মাঝ খানে রয়েছে জয়বাংলা লেখা,নৌকার সামনে রয়েছে জাতীয় পাখি দোয়েল,নৌকার মাঝখানের শরণখোলা, বাগেরহাট।
৮নং নলবুনিয়া দিপচর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার হাওলাদার ( বাচ্চু) বলেন মোসাঃ রূলিয়া বেগম ছোট চায়ের দোকানের পাশাপাশি এত সুন্দর ডিজাইন দিয়ে এই নকশিকাঁথা সেলাই করেছেন।যাতে করে রুলিয়া বেগম মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা হাতে এই নকশি কাঁথা তুলে দিতে পারেন এই ব্যবস্থা করবেন।
শরণখোলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেক্সোনা দেলোয়ার বলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়,শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়,বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়, বাগেরহাট-৪ আসনের নতুন নৌকার মাঝি সোহাগ জামাই তাদের প্রতি দৃষ্টি আকর্ষন করছি যাতে করে মোসাঃ রুলিয়া বেগম তার নিজ হাতে তৈরি নকশিকাঁথা সেলাই করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে দিতে পারেন সেই ব্যবস্থা করবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।