খুলনার খবর || স্বপ্নের পদ্মা সেতু হয়ে খুলনা থেকে ‘সুন্দরবন এক্সপ্রেসের’ পাশাপাশি আগামীকাল শুক্রবার (১ ডিসেম্বর) থেকে ‘নকশি কাঁথা’ কমিউটার ট্রেন চলবে রাজধানীতে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আর স্বপ্নের এই ট্রেনে মাত্র ২১০ টাকা ভাড়ায় রাজধানীতে যাওয়া যাবে।
সংশ্লিষ্টরা জানায়, পদ্মা সেতু হয়ে গত পহেলা নভেম্বর থেকে শুরু হয় খুলনা থেকে রেল চলাচল। নিরাপদ, সহজ ও আরামদায়ক হওয়ায় প্রতিনিয়ত এই রুটে বাড়তে থাকে যাত্রীর চাপ। দাবি ওঠে আরও একটি ট্রেন যুক্ত করার। এক মাসের মধ্যেই পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
আগামীকাল শুক্রবার থেকে এই রুটে চলাচল করবে নকশি কাঁথা কমিউটার। যেটি আগে মেইল ট্রেন হিসেবে খুলনা থেকে গোয়ালন্দ রুটে চলাচল করতো। রাত সাড়ে ১১টায় খুলনা রেলস্টেশন থেকে ছেড়ে ২৫টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে ঢাকায় পৌঁছাবে। আর মাত্র ২১০ টাকায় খুলনা থেকে পৌঁছানো যাবে রাজধানীতে।
ট্রেনটি ইজারার মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান এনআরএসআর ট্রেডিং চালাবে।যাত্রা শুরুর ঘণ্টা খানেক আগে এর টিকিট সংগ্রহ করা যাবে প্লাটফরম থেকে বলে জানান প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. আলমগীর হোসেন।
এ বিষয়ে খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, নতুন এই ট্রেনটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আমাদেরও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ট্রেনটি ২৫টি স্টেশনে যাত্রাবিরতি করায় আরও অনেক বেশি মানুষের সঙ্গে সম্পৃক্ত হবে। পাশাপাশি টিকিটের সাশ্রয়ী মূল্য হওয়ায় সব ধরনের যাত্রী এই রেলে যাতায়াত করতে পারবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।