মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহন ও কালনা থেকে যশোরগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে শতাধিক যাত্রীরা প্রানে বেঁচে গেলেও আহত হয়েছেন ১০ যাত্রী। এর মধ্যে মারাত্নক ভাবে আহত হয়েছে দুই শিশু।মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা-যশোর মহাসড়কের তালতলা নামক স্থানে ভয়াবহ এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নড়াইল থানা পুলিশ সূত্রে জানা গেছে , নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস (গাজীপুর-জ ০৪-০২৭৭) কালনা থেকে ছেড়ে আসা যশোরগামী স্থানীয়(লোকাল) পরিবহন (ঢাকা মেট্রো-১৪-৯৭৭৫) গাড়ীটি মুখোমুখি আঘাত করে। এসময় দুটি গাটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
আহতরা বেশিরভাগই লোকাল পরিবহনের যাত্রী। আহতদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাইওয়ে পুলিশ দুমড়ে যাওয়া লোকাল গাড়ী রেকার দিয়ে ট্রাফিক ফাঁড়িতে নিয়ে যায়। এছাড়া হানিফ পরিবহন গাড়িটিও জব্দ করেছে পুলিশ।
হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) লিয়াকত আলী বলেন, হানিফ পরিবহনে অতিরিক্ত গতি থাকার কারনে এবং একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বিপরিতদিক থেকে আসা লোকাল বাসের সাথে সংঘর্ষ ঘটে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। একজন চালক আহত এবং অন্যজন পলাতক রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।