খুলনার খবর || নববর্ষের প্রথম দিনে (১ জানুয়ারি) দুই জোড়া কমিউটার ট্রেন দিয়ে শুরু হচ্ছে মোংলা-যশোর রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল। যাত্রী সুবিধার কথা বিবেচনা করে দেশের নতুন এই রুটে প্রথম যাত্রীবাহী কমিউটার ট্রেন চলাচল সূচিও ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।গত ২ নভেম্বর খুলনার ফুলতলা স্টেশন থেকে মোংলা নতুন রেল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্ধোধনের প্রায় দুই মাস পর দুই জোড়া কমিউটার ট্রেন দিয়ে শুরু হবে প্রথম রেল চলাচল। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলমন্ত্রী জানান,নতুন বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) দেশের এই নতুন রুট মোংলা-যশোর থেকে দুই জোড়া কমিউটার ট্রেন দিয়ে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালুর দিনে মোংলা স্টেশন থেকে প্রথম কমিউটার ট্রেন ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে,ট্রেনটি যশোর স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ৫ মিনিটে,যশোর স্টেশন থেকে দুপুর ১টা ৫৫ মিনিটে ছেড়ে মোংলা পৌঁছাবে বিকেল ৪টা ২৫ মিনিটে।
মোংলা স্টেশন থেকে আবার ট্রেন ছাড়বে বিকাল ৪টা ৫০ মিনিটে আর যশোর স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। যশোর থেকে মোংলা পর্যন্ত ট্রেনের ভাড়া ধরা হয়েছে, শোভন সাধারণ ১২৫ টাকা,শোভন চেয়ার ১৫০ টাকা ও প্রথম শ্রেণির সিট ২০০ টাকা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।