এস,এম তাজুল হাসান সাদ,কালিগঞ্জ প্রতিনিধি ||কালিগঞ্জের ধলবাড়িয়া,রামনগর,রঘুনাথপুর ও রহমতপুর এবং পানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)সকাল ১০টা থেকে উপজেলার ধলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়,কৃষ্ণনগরের ৬৪নং রহমতপুর, ৬৫নং রঘুনাথপুর ও ৬৬নং রামনগর প্রাথমিক বিদ্যালয় এবং মৌতলা ইউনিয়নের পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়। প্রত্যেক বিদ্যালয়ের নিজস্ব আঙিনায় আয়োজিত এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক,এলাকার গন্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের উপস্থিতে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে, কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।
ধলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এম সি’র সভাপতি অ্যাড: মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপা লী রানী ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান,কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক এস এ এম আশিক,ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ শোকর আলী,ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি এম আব্দুল গফফার, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব কুরআন আলী,অভিভাবক সদস্য আমেনা খাতুন,বুলবুল ইসলাম প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।