অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
খুলনার খবরে প্রচারিত ভিডিও প্রতিবেদন ও মোংলা টাইমস এবং দৈনিক মুক্তির লড়াই পত্রিকায় অভাবের তাড়নায় দু’বেলা দু’মুঠো খেতে ও চিকিৎসা করাতে পারছেন না জোসনা বিশ্বাস-চাই সকলের কাছে সাহায্য। এমন একটা ভিডিও নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায়। সেই দরিদ্র -নিরুপায় জোসনা বিশ্বাস’কে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ কবির উদ্দিনের এক মাত্র মানবিক ছেলে এস,এম শেখ সাদী।
“জোসনা বিস্বাসের” ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুনhttps://fb.watch/oRFE8dGqqU/?mibextid=9R9pXO
গত ৫ ও ১০’ই ডিসেম্বর সাংবাদিক অতনু চৌধুরী (রাজু) খুলনা খবর ও মোংলা টাইমস এবং দৈনিক মুক্তির লড়াই পত্রিকাতে অভাবের তাড়নায় দু’বেলা দু’মুঠো খেতে ও চিকিৎসা করাতে পারছেন না জোসনা বিশ্বাস-চাই সকলের কাছে সাহায্য এমন একটি মানবিক সাহায্যে ভিডিওসহ বিস্তারিত পাঠান। এবং খুলনার খবর ও মোংলা টাইমস এবং দৈনিক মুক্তির লড়াই পত্রিকার কর্তৃপক্ষ তাদের নিজ-নিজ প্রতিষ্ঠানে তাৎক্ষণিক গুরুত্ব সহকারে তুলে ধরেন। এই বিষয়টি তাৎক্ষণিক ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় সবার দৃষ্টি গোচর হয়।
খবরটি তাৎক্ষনিক সত্যতা যাচাই করে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যানের একমাত্র মানবিক ছেলে এস,এম শেখ সাদী’সহ তার সহযোগীরা ঐ দরিদ্র অসহায় ও নিরুপায় জোসনা বিশ্বাসের বসত ভিটায় পরিদর্শন করেন। এবং তার চিকিৎসা করাতে কিছু অর্থ ও আনুমানিক এক মাসের খাবারের জন্য বিভিন্ন ধরনের দ্রব্য দরিদ্র ও নিরুপায় জোসনা বিশ্বাসের হাতে তুলে দেন।
মানবিক এস,এম শেখ সাদী অন্যান্যদের উদ্দেশ্য করে বলেন,”আসুন আমরা সকলে অসহায় মানুষ’কে সাহায্য করি। আর মানুষ মানুষের জন্য এই কথাটি এখনো টিকে আছেন কিছু ভালো মানুষের জন্য। তাই আসুন আমরা সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াই। আপনারা তো অনেক টাকাই বিভিন্ন স্থানে অপচয় করেন আর সেই অপচয় করা টাকা দিয়ে কিছু অসহায় মানুষের সাহায্য করি বা করুন। এতে আপনিও খুব আনন্দ পাবেন এবং সেই অসহায় ব্যক্তি যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবেন আপনাকে মনে রাখবে। তাই আপনারা সকলের এই অসহায় মহিলা’কে সাহায্যে হাত বাড়িয়ে দিবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।