খুলনা মহানগর ও জেলায় এক লাখ ৯১ হাজার মানুষ এ কার্ডের মাধ্যমে সুলভমূল্যে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ফ্যামেলি কার্ডের মাধ্যমে একজন গ্রাহক দু’কেজি চিনি, দু’লিটার সয়াবিন তেল ও দু’কেজি চাল কিনতে পারবেন।
খুলনা টিসিবির আঞ্চলিক প্রধান মো. রবিউল মোর্শেদ বলেন, টিসিবির পণ্য খুলনায় চলে এসেছে। কয়েকটি ওয়ার্ডের কার্ডও চূড়ান্ত হয়ে গেছে।আগামী রোববার (২০ মার্চ) সকাল ১০টা থেকে ১, ২, ৩, ও ৪ নম্বর এ চার ওয়ার্ডে ১৬টি ট্রাকের মাধ্যমে হতদরিদ্র মানুষের মধ্যে পণ্য বিক্রি করা হবে।প্রতিটি ওয়ার্ডে চারটি করে ট্রাকসেল থাকবে। সেখানে মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন,এই কার্ডের মাধ্যমে একজন গ্রাহক দু’কেজি চিনি, দু’লিটার সয়াবিন তেল ও দু’কেজি চাল কিনতে পারবেন। এক্ষেত্রে যদি কোনো কাউন্সিলার স্বজনপ্রীতির আশ্রায় নেন তাহলে সেটির দায়িত্ব নেবে কেসিসি। এ ব্যাপারে একটি কমিটিও গঠন করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।