অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || কুয়াশার চাদরে ঘিরে রেখেছে সমগ্রহ বাগেরহাট জেলা। বাগেরহাট জেলায় হঠাৎ কয়েক দিন থেকে তেরে বসেছে শীত,কুয়াশার চাদরে বাগেরহাট জেলার বিভিন্ন অঞ্চল সূর্যের দেখা নেই। এই হার কাঁপানো শীতে বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।
আজ শনিবার (২৩’শে ডিসেম্বর) ভোর থেকে সরজমিনে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে সাবধানের সাথে গাড়ি চালাচ্ছেন সচেতন চালকরা।
সরজমিনে গিয়ে আরও দেখা যায়,হঠাৎ অত্যন্ত শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে শীত নিবারণের জন্য কাঠ কিংবা খোর দিয়ে আগুন জ্বালিয়ে ঘিরে বসেছে শীত নিবারণ করার জন্য বিভিন্ন বয়েসী শ্রেণী পেশার মানুষ।
এদিকে খুলনা আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, এই শীতের তীব্রতা থাকবে আরো বেশ কয়দিন। কেননা ঘন কুয়াশা কারণে শীত জমতে শুরু করেছি।এদিকে শীত পড়ার সাথে সাথে রাস্তা-ঘাটে পড়ে থাকা ছিন্নমূল মানুষের কষ্টের শেষ নাই।
বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা ঘুরে জানা যায়, তাদের জন্য শীত বস্তু বিতরণের কোন দৃশ্য এখনো চোখে পড়েনি। তাই সমাজের বিত্তবান শ্রেণির লোক, সমাজসেবক, বিভিন্ন এনজিও এবং সরকারের পক্ষ থেকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান জানান এই সমাজের নিম্ন আয়ের ও পথে পড়ে থাকা অবহেলিত মানুষেরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।