খুলনার খবর || কুয়াশার চাদরে ঢাকা পড়েছে খুলনা।আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে খুলনা নগরবাসী মুখোমুখি হয়েছেন তীব্র কুয়াশার।
ঘন কুয়াশার কারণে একটু দূরের বস্তুও দৃশ্যমান বোঝা যাচ্ছিল না।
এছাড়াও খুব সকালে কাজে বের হওয়া লোকজনকে শীত নিবারণে গরম কাপড়ের পাশাপাশি মাথায় টুপি ও গলায় মাফলার ব্যবহার করতে দেখা যায়।
এছাড়া কুয়াশার কারণে খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ভোরের ছেড়ে যাওয়া বাস গন্তব্য পৌঁছাতে ২ঘন্টারও বেশি সময় লেগেছে।কুয়াশায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সড়ক-মহাসড়কগুলোতে যানবাহনের হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায়।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, এ বছর শীত মৌসুমে আজকে সবচেয়ে বেশি ঘন কুয়াশা পড়ছে।১-২ ঘণ্টা পর সূর্য উঠলে কুয়াশা কেটে যাবে।আগামীকালও কুয়াশার প্রভাব থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।