খুলনার খবর// খুলনা বিভাগে বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বিভাগের মধ্যে খুলনা মহানগরীতে করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সাথে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭৮৪ জনের।খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ রোববার (৩০ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ জানান, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৭৮৪ জন। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ২১২ জনের শনাক্ত হয়েছে। আর যশোরে ১৯১ জন ও কুষ্টিয়ায় ৮৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া বাগেরহাটে ৭০জন, সাতক্ষীরায় ৬৫ জন, ঝিনাইদহে ৪৫ জন, চুয়াডাঙ্গায় ৫১ জন, নড়াইল ১৪ জন, মাগুরায় ১৩ জন ও মেহেরপুরে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৮৫ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২০৬ জন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা.সুহাস রঞ্জন হালদার জানান,গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দ্বীন মোহাম্মদ (৮৫) নামে একজনের মৃত্যু হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।