মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি || পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও পৌরসভার প্রধান সহকারী ও উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি শেখ জিয়াউর রহমান জিয়া’র পিতা গদাইপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ অজিয়ার রহমান (৮৫) শনিবার বেলা ১:৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাযায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, শেখ আনিসুর রহমান মুক্ত, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড শেখ আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন বাবুল, ইউপি সদস্য শেখ হারুনুর রশিদ হিরু, ফজলুল করিম, কাউন্সিলর তৈবুর রহমান, মিরাজুল ইসলাম, শেখ আতাউর রহমান,মুকতি মাওলানা কুদরত উল্লাহ, মাওলানা আহমদ আলী, হাফেজ মাওলানা আব্দুল হান্নান ওমর, মাওলানা আব্দুল কুদ্দুসসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, পাইকগাছা কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড সোহরাব আলী সানা, খুলনা -৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. শেখ মোঃ শহীদউল্লাহ, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আ’লীগের সদস্য শেখ মনিরুল ইসলাম, শেখ আনিসুর রহমান মুক্ত, উপজেলা সহ সভাপতি সমীরণ সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, গদাইপুর ইউনিয়ন আ’লীগের আহবায়ক নির্মল চন্দ্র অধিকারী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ জিয়াদুল ইসলাম জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ফাইমিন সরদার সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এ্যাড আবুল কালাম আজাদ,যুবলীগ নেতা শেখ শহীদ হোসেন বাবুল আলহাজ্ব অহিদুজ্জামান মোড়ল প্রানেল চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ হিরু অনুরূপভাবে মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমিতির সাধারণ সম্পাদক সরদার কামাল হোসেন, সহ-সভাপতি আসাদুল ইসলাম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, সদস্য জিল্লুর রহমান রাজিব সহ সকল নার্সারি মালিক সমিতির সদস্য বৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।