বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের লখপুরে বাসচাপায় সাবেক পৌর কাউন্সিলর ও পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি (৬০) নিহত হয়েছেন।গতকাল শনিবার সন্ধ্যায় বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান মনি বাগেরহাট শহরের সরুই এলাকার মো. নুর মোহাম্মাদ মল্লিকের ছেলে। তিনি বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত মনি একটি মোটরসাইকেল ভাড়া করে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন।পথিমধ্যে লখপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয় এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
এ বিষয়ে কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে।
এ দিকে পৌর বিএনপির এই নেতার মৃত্যুতে জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।