বাগেরহাট প্রতিনিধি || শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছে বাগেরহাট ফাউন্ডেশন নামে একটি সেবা মূলক প্রতিষ্ঠান। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট ফাউন্ডেশন সভাকক্ষে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাগেরহাট ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফিজ আল আসাদ।
বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সহ সভাপতি ফরিদা আক্তার বানু লুসি, দপ্তর সম্পাদক কল্লোল সরকার, নির্বাহী সদস্য কাজি শরিফুল ইসলাম সেলিম ও রতন নন্দী, অফিস সহাকারী মুরাদ মল্লিক প্রমূখ উপস্থিত ছিলেন।
বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার বলেন, বাগেরহাট ফাউন্ডেশন বাগেরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিবন্ধী, হকার, পরিচ্ছন্নতাকর্মী, রিক্সাচালকসহ শ্রমজীবী শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। প্রথম ধাপে শহর ও শহরতলীর ৫২ জন প্রতিবন্ধীকে কম্বল প্রদান করা হলো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।