খুলনার খবর || খুলনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এসএম মোর্তজা রশিদী দারা। তার অভিযোগ আব্দুস সালাম মুর্শেদী তার কর্মী সমর্থকদের আচরণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তোলা হচ্ছে। তাদের আচরণ অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার ক্ষেত্রে অনিশ্চিত হয়ে উঠেছে।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকায় নিজ নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন।
এসময় তিনি বলেন, আমার কর্মী-সমর্থক, সাধারণ মানুষদের প্রাণনাশের হুমকি প্রদান করা হচ্ছে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছে। বর্তমান এমপি সালাম মুর্শেদীর সঙ্গে তৃণমূল আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নেই।তাই তার সন্ত্রাসী ও পেটুয়া বাহিনী আমার “কেটলি প্রতীকের” কর্মী সমর্থকদের ভয়-ভীতি ও হত্যার হুমকি দিচ্ছে।
তিনি আরো বলেন,এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। মানুষের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে পারলে মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনসাআল্লাহ।
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার প্রসঙ্গ তুলে ধরে দারা বলেন, ‘আমার ভাই আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের হৃদয় দিয়ে ভালোবেসেছেন। আজ সেইসব ত্যাগী নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। বিগত বছরগুলোতে হাইব্রিড সুবিধাভোগীদের দাপটে তারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। তারা এ অবস্থা থেকে নিস্তার চান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রার্থীর নির্বাচনি সমন্বয়ক সাবেক জেলা আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির ববি, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।