মোঃ রুবেল,দিঘলিয়া প্রতিনিধি || খুলনার দিঘলিয়া উপজেলার নগরঘাট এলাকার জামান জুট মিলে সোমবার রাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, সোমবার রাত ৯:৪৫ মিনিটে দিকে জামান জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ১১টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।তিনি জানান,কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হবে। আগুনে বিপুল পরিমাণ পাট পুড়ে গেছে।তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এদিকে জামান জুট মিলের এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ রিপন মোল্লার সঙ্গে সাংবাদিকরা কথা বলে প্রাথমিক ধারণা দেন কে বা কারা হয়তো আগুন লাগাতে পারে তা না হলে বন্ধ মিলে কিভাবে আগুন লাগে ও আরো বলেন মিলের পাঁচটি স্থান থেকে সূত্রপাত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।