মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা ৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী রশিদুজ্জামান মোড়লকে সাথে নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা করে গণসংযোগও উঠান বৈঠক করেছে কয়রা উপজেলা আওয়ামী লীগ ।
২৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ন’টায় নৌকার প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়লকে সাথে নিয়ে কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মহাসিন রেজা ও সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রির নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একটি দল উপজেলা সদর থেকে বের হয়ে প্রথমে উত্তর বেদকাশী ইউনিয়নের কাটকাটা এলাকার জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এরপর দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা, মেদেরচর,চৌরাস্তা মোড, বীণাপাণী,ছোট আংটি হারা,বড় আংটি হারা,গোলখালী,ঘড়িলাল বাজার সহ কয়রার উত্তরবেদকাশি ও দক্ষিণবেদকাশী এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে খুলনা ৬ কয়রা পাইকগাছা আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়লের সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা,সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, খুলনা জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক মোঃ খায়রুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু কর্ণধর মন্ডল, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কবি শামসুর রহমান, উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম,বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাস্টার আব্দুল হালিম,উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড,মোঃ আব্দুর রাজ্জাক,আওয়ামী লীগ নেতা প্রফেসর আশুতোষ মন্ডল,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএম মেজবাউদ্দিন মাসুম,ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান,উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সরদার শফিকুল ইসলাম,দক্ষিণবেদকাশী আওয়ামী লীগ নেতা তাছের আলী মোড়ল প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।