খুলনার খবর || আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীকে আদালতে তলব করা হয়েছে। গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) খুলনা-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ তানিয়া সুলতানা লিপি এ আদেশ দেন।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সালাম মুর্শেদীকে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে,আপনি আব্দুস সালাম মুর্শেদী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত এমপি পদপ্রার্থী হিসেবে ঘোষণার পর নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত মাপের সাদা-কালো পোস্টার ও ব্যানারের পরিবর্তে অতিরিক্ত মাপের রঙিন পোস্টার ও ব্যানার ব্যবহার করেছেন।
এ ছাড়া গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার নৈহাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডসহ রূপসা উপজেলার বিভিন্ন সড়কে বাস, ট্রাক, মোটরসাইকেলযোগে মিছিল ও শোডাউন করে সাধারণ জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর (ক) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। আপনার উক্ত আচরণবিধি লঙ্ঘনজনিত কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। যা নির্বাচন কমিশন কর্তৃক গঠিত অত্র অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।
এ অবস্থায় আপনার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রকাশ করা হবে না-মর্মে ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টার সময় আপনাকে সিনিয়র সহকারী জজ, ডুমুরিয়া আদালত, খুলনায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।