নিজস্ব প্রতিবেদক || নগরীতে যৌতুক না পেয়ে স্বামীর নির্যাতনে নিহত অন্তসত্তা গৃহবধু নার্গিস হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন ভিকটিম পরিবারের সদস্যবৃন্দ ও এলাকাবাসি। বৃহম্পতিবার বিকালে নগরীর টিভি ক্রস রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে তারা এ দাবি উত্থাপন করেন। যদিও লাশ উদ্ধারের পর পুলিশ হত্যা মামলা রেকর্ড না করে একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করেছেন। তবে সুরাতহাল রিপোর্টে মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মানবন্ধনে নার্গিসের ভাই রানা বলেন,শুক্রবার রাতে আমার বোন আমাকে ফোন দিয়ে বলেছিল তাকে মারধর করা হচ্ছে। তবে আমি তার বাসা চিনি না জন্য তাকে বাঁচাতে পারিনি। যদি আমি তার বাসা চিনতাম তাহলে হয়তো আমার বোন আজ আমাদের মাঝে বেঁচে থাকত। একাধিকবার তার শ্বশুরের কাছে বাসার ঠিকানা চেয়েও আমরা পাইনি।
মৃত নার্গিসের পরিবারের দাবি শ্বশুর বাড়িতে দীর্ঘদিন যাবত নির্যাতনের শিকার হয়ে আসছেন নার্গিস। বিভিন্ন সময়ে নার্গিসের পরিবারের কাছে যৌতুক দাবি করেন তার স্বামী নাসিরের পরিবার।
পারিবারিক সুত্রে জানা যায়, নার্গিস আক্তার এবং তার স্বামী নাসির উভয়ে নগরীর টিবি ক্রস রোডের বাসিন্দা ছিলেন। নবম শ্রেনীতে থাকাকালীন নার্গিসকে ভাগিয়ে বিয়ে করেন নাসির। যে বিয়েতে পরিবারের মত ছিলো না। বিয়ের পরে আলাদা সংসার করতে টিবি ক্রস রোড থেকে বাসা পরিবর্তন করে পূর্ব বানিয়াখামারের বি কে মেইন রোডে নতুন বাসা ভাড়া নেয় এই দম্পতি। এই ঘটনায় খুলনা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
কেএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কামাল বলেন,তাৎক্ষনিকভাবে এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছেন। মরদেহ ময়না তদন্ত করা হয়েছে। চুড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটা হত্যা নাকি আত্মহত্যা।
উল্লেখ্য,শনিবার খুলনার বিকে মেইন রোড থেকে নার্গিস আক্তার নামক এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। লাশটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী ও পুলিশ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।