এস আর সাঈদ,যশোর জেলা প্রতিনিধি || দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদার বলেছেন, নৌকার প্রার্থীরা আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি। নৌকা বিজয়ী হলে প্রধানমন্ত্রীী শেখ হাসিনা বিজয়ী হবেন। আর শেখ হাসিনা বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হয়।
শুক্রবার বিকালে কেশবপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবদিয়া গ্রামের সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদারের বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি শাহীন চাকলাদার আরো বলেন, বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ের বিকল্প নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থেই আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে জনগণ।
পরে তিনি সাবদিয়া গ্রামে প্রতিটি মহল্লা আর বাড়িতে বাড়িতে যেয়ে নৌকায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, সদস্য রেজাউল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, নৌকা প্রতীকের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক এস আর সাঈদ, পৌর আওয়ামী লীগনেতা সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, আওয়ামী লীগনেতা নাছির উদ্দীন, পৌর কাউন্সিলর খাদিজা খাতুন, পৌর কাউন্সিলর কামাল খান, পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সবুজ, সাবেক সভাপতি মুকুল হোসেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম-আহŸায়ক এস এম মুজিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল ইসলাম, সাবেক আহŸায়ক আবুল বাসার খান, উপজেলা যুবলীগনেতা শাহারিয়ার হাবিব, পৌর যুবলীগনেতা সবুজ হোসেন নিরব প্রমুখ।
অপরদিকে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এমপি শাহীন চাকলাদার শুক্রবার সন্ধ্যায় উপজেলা মজিদপুর ইউনিয়নের দেউলী বাজার, আটন্ডা-শ্রীফলা বাজার, শ্রীরামপুর বাজার-সহ কয়েকটি স্থানে নৌকা প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এস এম রুহুল আমিন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সহ-সচিব এ্যাড মিলন কুমার মিত্র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল, সহ সদপ্তর সম্পাদক মনোজ তরফদার, সদস্য মনিরুজ্জামান মনি, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরু, সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম, যুগ্ম-সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মজিদপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মজিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রামপ্রশাদ দেবনাথ, যুবলীগনেতা শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
অপরদিকে যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শাহীন চাকলাদারের পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে ১১টি ইউনিয়ন আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের পক্ষ থেকে গণসংযোগ অব্যহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।