মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তাজার নির্বাচনী সমাবেশের প্যান্ডেল রাস্তা আটকে রেখে করায় মাশরাফী সমর্থককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে শহরের রূপগঞ্জ বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,এদিন মাশরাফীর সমাবেশ উপলক্ষে শহরের রূপগঞ্জ বাজারের স্বর্ণপট্টিতে সমাবেশের প্যান্ডেল করেন রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সদস্যরা। রাস্তা আটকে রাজনৈতিক সমাবেশের প্যান্ডেল করায় মাশরাফীর সমর্থকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। পরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়েছে। এছাড়া প্যান্ডেলসহ যাবতীয় প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।