খুলনার খবর || শিক্ষার্থীরা দক্ষ ও উপযুক্ত জনশক্তি হিসেবে গড়ে উঠলে বাংলাদেশকে আর পেছনে ফিরে তাকাতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ শিক্ষাবর্ষের ‘বই উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।
আজ রোববার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘বই উৎসব’ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন,শিক্ষার্থীরা দক্ষ ও উপযুক্ত জনশক্তি হিসেবে গড়ে উঠবে। আর কখনও যেন বাংলাদেশকে পেছনে ফিরে তাকাতে না হয়। বাংলাদেশ গড়ে উঠবে স্মার্ট উন্নত দেশ হিসেবে।‘শিক্ষার উন্নয়নে যত টাকা লাগে আমরা দেব।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষায় রূপান্তর নিয়ে কারো কারো সংশয় থাকতেই পারে। নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়, মুখস্থনির্ভরতা-পরীক্ষানির্ভরতা থাকবে না। শিক্ষার্থীরা গড়ে উঠবে স্মার্ট নাগরিক হিসেবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।