সাতক্ষীরা প্রতিনিধি || সাতক্ষীরা সদরের ধলবাড়ীয়া গ্রামে আলিফ হোসেন (৯) নামে এক কিশোরকে হত্যা করে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিন হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।আজ শুক্রবার (৫ ডিসেম্বর) ভোর রাতে ধলবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত ইয়াসিন হোসেন সাতক্ষীরা সদরের ধলবাড়ীয় গ্রামের মৃত. নূর ইসলাতের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান,আলিফের মা রোকেয়া ও বাবা ইয়াসিন হোসেনের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। তাই রোকেয়া ও ইয়াসিন আলাদা থাকতেন।গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) শহরের সুলতানপুর রোকেয়ার বাবার বাড়ি থেকে আলিফকে নিয়ে আসেন ইয়াসিন। একই দিন রাতে তাকে হত্যা করে ঘরে বদ্ধ করে আগুন জ্বালিয়ে মরদেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ইয়াসিন হোসেন। ভোর রাতে স্থানীয়রা ঘরে আগুন জ্বলতে দেখে প্রাথমিকভাবে আগুন নিভানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে নেয়। এ সময় ফায়ার সার্ভিসের টিম ঘরে প্রবেশ করে দেখতে পায়, শিশু আলিফের মরদেহটি পুড়ে নিঃশেষ প্রায়।
শরীরের পোড়া কিছু অংশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। ময়নাতদন্তের জন্য ধ্বংস অবশেষ গুলো ঘটনাস্থল থেকেই পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, ঘটনাটি জানা মাত্র সেখানে পুলিশের ফোর্স পাঠিয়ে অভিযুক্ত ইয়াসিনকে আটক করা হয়েছে। একই সাথে তার ছেলে আলিফের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তীতে আরও তথ্য জানানো সম্ভব হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।