শরিফুল ইসলাম || দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনসহ এক দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি চলছে।গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে বিএনপির ডাকা হরতাল শুরু হয়েছে। চলবে নির্বাচনের পরদিন সোমবার (৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত।
আজকের হরতালের যান চলাচল অনেকটাই কম চিত্র দেখা গেছে।তার কারন হিসাবে নির্বাচনকে মনে করছেন গণপরিবহনের মালিক শ্রমিকেরা। পাশাপাশি ব্যক্তিগত গাড়িও কম ছিল। নির্বাচনকে সামনে রেখে আতঙ্কও আছে পরিবহন মালিক ও শ্রমিকেরা।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কর্মজীবী মানুষ প্রতিদিনের মতোই নিজ গন্তব্যে ছুটে চলেছেন। যদিও নির্বাচন উপলক্ষে রোববার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করায় তিন দিনের ছুটিতে অনেকেই চলে গেছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। ফলে অন্যদিনের চেয়ে মানুষের চলাচল তুলনামুলক কম।
এদিকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে কয়েকটি বাস ছেড়ে যেতে দেখা গেছে।বাস কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, একদিকে হরতাল অন্যদিকে নির্বাচন। সবমিলে মানুষের ভেতরে আতঙ্ক কাজ আছে। সে কারণেই যাত্রী উপস্থিতি কম।
নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। জনগণের যানমালের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।