মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতিকের প্রার্থী মাশরাফি বিন মোর্তজা নড়াইল শহরের সরকারি টেকনিক্যাল স্কুল কলেজ ভোট কেন্দ্রে সকাল পৌনে ১১ টায় ভোট দিয়েছেন।
ভোট দেওয়া শেষে মাশরাফি সাংবাদিকদের বলেন, আমি ভোট দেওয়ার আগে বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত ভোটের উপস্থিতি ভাল। স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ ভোট দিতে ভোট কেন্দ্রে আসছে এজন্য ভাল লাগছে। আর এভাবেই ইনশাআল্লাহ শেষ হবে। মহিলারা, পুরুষরা ও বয়স্করা ভোট দিতে আসছে এটা দেখে খুব ভাল লাগছে। সবাই সবার ভোটটা যারযার মত দিয়ে যাবে।
জয়ের ব্যপারে তিনি বলেন,মানুষ যেভাবে দিবে সেভাবে। সবাইতো আশাবাদী। শীতের সময় অনেক ভোটার নাও আসতে পারতো, তবুও অসুস্থ, বয়স্করা ভোট কেন্দ্রে উপস্থিত হচ্ছে ভোট দেওয়ার জন্য, এজন্য ভাল লাগছে। শীতের বেলা যার কারনে মানুষ আস্তে আস্তে ভোট কেন্দ্রে আসছে। বেলা বাড়ার সাথে ভোটারদের উপস্থিতি আরো বাড়বে বলে তিনি জানান।
নড়াইল-২ আসনে ৮ জন প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা লড়াইয়ে রয়েছেন তারা হলেন,আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা (নৌকা),ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাঁতুড়ি),স্বতন্ত্র সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক),জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান (লাঙ্গল) এনপিপির মোঃ মনিরুল ইসলাম (আম) গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান (মাছ),স্বতন্ত্র মোঃ লায়ন নুর ইসলাম (ঈগল) ইসলামী ঐক্যজোটের মোঃ মাহাবুবুর রহমান (মিনার)
নড়াইল-২ আসন দুটি পৌরসভা,২০ ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে লোহাগড়া উপজেলায় ১২টি ইউনিয়ন ও নড়াইল সদরে ৮ টি ইউনিয়ন রয়েছে। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের মধ্যে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়নের মোট ভোটার ৩,৬৫,৭৩৭ জন। এর মধ্যে ১,৮২,০২৩ পুরুষ ভোটার ও ১,৮৩,৭১১ জন মহিলা ভোটার রয়েছেন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ৩টি ভোট রয়েছে।নড়াইল-২ আসনে মোট ভোট কেন্দ্র ১৪৭টি,এর মধ্যে লোহাগড়ায় ৮৮টি এবং নড়াইল সদরে ৫৯টি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।