সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি ||ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের দর্পণের খুলনা সদর প্রতিনিধি সাংবাদিক জিয়াউল ইসলাম (জিয়ার) পিতা বীর মুক্তিযোদ্ধা মোল্যা হেমায়েত উদ্দিনের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত।
প্রতি বছরের ন্যায় ১২ জানুয়ারী শহীদের পরিবার এবং সাংবাদিক জিয়াউল ইসলামের পক্ষ থেকে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বরণসভা,দোয়া ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।
শুক্রবার আসরবাদ মরহুমের বাস ভবনে এবং সাংবাদিক জিয়াউল ইসলামের অফিস কক্ষে স্মরণ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে বীর মুক্তিযোদ্ধা মোল্যা হেমায়েত উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. মুফতি আনোয়ার হোসাইন। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক,গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা মোল্যা হেমায়েত উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে ভারত থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রনাঙ্গের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ২০০৬ সালের ১২ জানুয়ারী খুলনা জেলার তেরখাদা থানার গাজীপুর গ্রামে তিনি ইন্তেকাল করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।