খুলনার খবর || আগামী ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের টেস্ট পরীক্ষা। মার্চে প্রকাশ করা হবে টেস্টের ফল। তারপর ফরম পূরণ শুরু হবে। আর কোরবানি ঈদের পর আয়োজনের হবে এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পুরোদমে প্রস্তুতি চলছে।
জানা যায়,চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে গত বছরের অর্থাৎ ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসির পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। এ পরীক্ষা পূর্ণ নম্বরে ও সব বিষয়ে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ঈদুল আজহার পর এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। রুটিনের খসড়া এখনো করা হয়নি। খসড়া রুটিন প্রস্তুত করে তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে অনুমোদন নিতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।