পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে তীব্র শীতে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রচন্ড ঠান্ডায় কেশবপুরে শত শত শিশুরা জ্বর ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে।
সোমবার (১৫ জানুয়ারী) সকাল থেকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স শহরের ৮টি বেসরকারী ক্লিনিকে ২৫৩ জন শিশুকে চিকিৎসার জন্য আনা হয়। এর মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩৬ এবং বেসরকারী ক্লিনিকে ১১৭ জন শিশুকে চিকিৎসা দেয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় ১৫ জন শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে ৯১ জন শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গত এক সপ্তাহ ধরে কেশবপুরে প্রচন্ড ঠান্ডা জনিত কারণে শিশু, বৃদ্ধরা জ্বর, ডায়রিয়া নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। প্রচন্ড ঠান্ডার সাথে ঝিরিঝিরি বাতাসে মানুষের জীবন কাহিল হয়ে পড়েছে। সোমবার সকাল থেকে ঠান্ডার মধ্যে কিছু সময় শিশির বৃষ্টি হয়।
সারাদিন কোন সূর্য্যের আলো দেখা যাইনি। সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সে আসা উপজেলার কড়িয়াখালি গ্রামের নাসিমা খাতুন জানান তার মাসের শিশু কন্যা দুই দিন ধরে জ্বর ও শ্বাস কষ্টে ভুগছে। চিকিৎসক বলেছেন তার কন্যা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমগীর হোসেন জানান প্রচন্ড ঠান্ডা জনিত কারণে শিশু ও বৃদ্ধরা ঠান্ডা জনিত নানা রোগে ভুগছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।