পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছার একটি পুকুরে দেখা মিললো দুটি রুপালি ইলিশ।
গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরার সময় ইলিশ দুটি জালে উঠে আসে।
এলাকাবাসী জানান,পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে জালে ধরা পড়ে ভেটকি, রুই ও কাতল মাছ। এদের সঙ্গে দুটি ইলিশও জালে উঠে আসে। ইলিশ দুটির ওজন ৭০০ গ্রাম করে। পুকুরে ইলিশ পাওয়ার ঘটনায় আমরা বিস্মিত ও আনন্দিত। আগে আমরা কখনো পুকুরে ইলিশ মাছ দেখিনি।
পাইকগাছা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন,‘বেশ কয়েক বছর আগে হয়েছিল তখন বন্যায় পুকুরের পাড় ডুবে হয়তো নদী থেকে মাছ দুটি পুকুরে চলে আসে। পুকুরেই মাছ দুটি বড় হয়েছে এটা নিশ্চিত।
পুকুরটি নদীর কাছাকাছি। এ কারণে জোয়ারের পানিতে কোনো এক সময় ইলিশ ঢুকে পড়তে পারে। পরে মাছ দুটি পুকুরের পানিতে নিজেদের মানিয়ে নিতে পেরেছে এবং এত বড় হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।