যশোর প্রতিনিধি || হাড়কাঁপানো শীতে কাঁপছে যশোর। তীব্র ঠান্ডার সঙ্গে মৃদু হাওয়া বিপর্যস্ত করে তুলেছে জনজীবন।আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) যশোর জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় বন্ধ ঘোষণা করা হয়েছে যশোরের প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষা প্রতিষ্ঠান। তাপমাত্রার উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।
যশোর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্র জানা যায়, আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বইছে হিমেল হাওয়া। এ কারণে শীত জেঁকে বসেছে।
এ দিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় মঙ্গলবার বন্ধ ঘোষণা করা হয়েছে যশোরের প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষা প্রতিষ্ঠান।
যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হোসেন জানান,আবহাওয়ার পূর্বাভাসে আজকের তাপমাত্রা তথ্য জেনেছিলাম। আজও তাপমাত্রা পূর্বাভাস নেয়া হবে। তাপমাত্রার উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।